South east bank ad

আইসিপিসি ঢাকা রিজিওনালে চ্যাম্পিয়ন শাবিপ্রবি ও রানারআপ ঢাবি

 প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

আইসিপিসি ঢাকা রিজিওনালে চ্যাম্পিয়ন শাবিপ্রবি ও রানারআপ ঢাবি

এশিয়া অঞ্চলের (ঢাকা সাইট) ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাস্ট ফ্যানাটিকস দল।

এছাড়া প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিইউ সিঙ্গুলারিটি এবং ডিইউ প্রিমরডিয়াস দল। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বক্তব্য দেন আইসিপিসি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট অধ্যাপক বিল পাউচার। এছাড়া সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন করেন আইসিটি ডিভিশনের সচিব শীষ হায়দার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরিন ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ মেহেদী হাসান।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: