South east bank ad

প্রিমিয়ার ব্যাংক গুলশান সার্কেল ২ শাখা এখন নতুন ঠিকানায়

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

প্রিমিয়ার ব্যাংক গুলশান সার্কেল ২ শাখা এখন নতুন ঠিকানায়

দ্য প্রিমিয়ার ব্যাংকের রাজধানীর গুলশান সার্কেল ২ শাখা নতুন ঠিকানায় (রোড ১০৯, সিম্পল ট্রি জিএসআর, দ্বিতীয় তলা) কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি স্থানান্তরিত শাখাটি উদ্বোধন করেন এমডি ও সিইও মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এএমডি শামসুদ্দিন চৌধুরী ও নাসিম সেকান্দার, ডিএমডি ও সিএফও সৈয়দ আবুল হাশেম, ডিএমডি ও গুলশান সার্কেল-২ শাখার প্রধান নিয়ামত উদ্দিন আহমেদ, ডিএমডি ও দিলকুশা শাখার প্রধান আবদুল কাইয়ুম চৌধুরী, ইভিপি ও ব্র্যান্ড মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের প্রধান মো. তারেক উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন মিথিলা টেক্সটাইলের চেয়ারম্যান আজহার খান, পূর্বাচল অ্যাপারেলের এমডি মাসুদ হোসেন ও ডেনিম এক্সপার্টের পরিচালক মহিউদ্দিন রুবেল।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: