শিরোনাম

South east bank ad

টানা তৃতীয়বার ‘সাসটেইনেবিলিটি রেটিং’ স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

টানা তৃতীয়বার ‘সাসটেইনেবিলিটি রেটিং’ স্বীকৃতি পেল প্রাইম ব্যাংক

টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের ‘সাসটেইনেবিলিটি রেটিং-২০২৪’-এ স্বীকৃতি পেয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। এ ধারাবাহিক স্বীকৃতি প্রাইম ব্যাংকের টেকসই ব্যাংকিংয়ে দৃঢ় ও দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির প্রতিফলন, যা গ্রিন রিফাইন্যান্সিং, টেকসই কোর ব্যাংকিং কার্যক্রম এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) ক্ষেত্রে প্রাইম ব্যাংকের সাফল্যের পরিচয় বহন করে।

বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে ‘সাসটেইনেবিলিটি রেটিং’ চালু করে, যাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক কর্মকাণ্ডে পরিবেশ, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিমালা বাস্তবায়নে উৎসাহিত হয়। এ রেটিং মূলত পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে দেয়া হয়, সেগুলো হলো সাসটেইনেবল ফাইন্যান্স ইনডেক্স, সিএসআর কার্যক্রম, গ্রিন প্রজেক্ট ফাইন্যান্সিং, কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি ইনডেক্স এবং ব্যাংকিং সেবার বিস্তৃতি। এ গুরুত্বপূর্ণ সূচকগুলোয় ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব দেখিয়ে প্রাইম ব্যাংক বাংলাদেশের ব্যাংক খাতে একটি ভবিষ্যৎমুখী ও পরিবেশবান্ধব আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ব্যাংকটি টেকসই উন্নয়ন ও পরিবেশগত দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ। —বিজ্ঞপ্তি

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: