সীমান্ত ব্যাংকের নবম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সীমান্ত ব্যাংক পিএলসির নবম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। স্বাগত তিনি ব্যাংকের উল্লেখযোগ্য কিছু আর্থিক নির্দেশক স্টেকহোল্ডারদের উদ্দেশে তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ।