ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত

ইউনিয়ন ব্যাংক পিএলসির নবগঠিত পরিচালনা পর্ষদের ৪৭তম সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ফরীদ উদ্দীন আহমদের সভাপতিত্বে ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, নিরীক্ষা কমিটির চেয়ারম্যান শেখ জাহিদুল ইসলাম, এফসিএ, স্বতন্ত্র পরিচালক ড. শহিদুল ইসলাম জাহীদ, মোহাম্মদ সাইফুল আলম এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. হুমায়ুন কবির। সভায় ব্যাংকের ব্যবসা সম্প্রসারণ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকসেবার মানোন্নয়নসহ বিভিন্ন ইস্যুতে বিশদ পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।