মার্কেন্টাইল ব্যাংকের মালখানগর শাখার উদ্বোধন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মার্কেন্টাইল ব্যাংকের ‘মালখানগর শাখা’ গতকাল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ খান বেলাল ফিতা কেটে উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম, এর জমির মালিক শফিকুল ইসলাম নান্নু ভূঁইয়া, সিরাজদিখান থানা যুবদলের সভাপতি ইয়াসিন সুমন, ব্যবসায়ী তসলিম উদ্দিন শেখ, মালখানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জামান, ব্যবসায়ী যথাক্রমে ফজলুল হক স্বপন মাতবর, মো. আল আমিন ও জয়নাল আবেদিন নিলু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখাবিষয়ক বিভাগের প্রধান মোহাম্মদ হোসেন এবং মালখানগর শাখার প্রধান মো. মাহমুদুল হাসানসহ বিপুলসংখ্যক অতিথি ও গ্রাহক।