ব্র্যাক ব্যাংকের সঙ্গে কৌশলগত চুক্তি করল মেটলাইফ বাংলাদেশ
ব্র্যাক ব্যাংক পিএলসির সঙ্গে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে মেটলাইফ বাংলাদেশ। এ উপলক্ষে সম্প্রতি ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং মেটলাইফ বাংলাদেশের সিইও আলা আহমদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ অংশীদারত্বের আওতায় মেটলাইফ গ্রাহকরা ব্র্যাক ব্যাংকের যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং আউটলেট, আস্থা ইন্টারনেট ব্যাংকিং, পেমেন্ট গেটওয়ে, এটিএম বা সিডিএম ও ডিরেক্ট ডেবিট ইনস্ট্রাকশনের মাধ্যমে বীমার প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন।


