এক্সপ্রেস পেইন্টিং সার্ভিসে নারীদের অন্তর্ভুক্ত করল বার্জার
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড তাদের বার্জার এক্সপেরিয়েন্স জোনের এক্সপ্রেস পেইন্টিং সার্ভিসে নারী পেইন্টারদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে। এ মাধ্যমে গ্রাহকদের প্রফেশনাল, দ্রুত ও পরিচ্ছন্ন পেইন্টিংয়ের অভিজ্ঞতা প্রদানে প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতি আরো সুসংহত ও বিস্তৃত হলো।
বার্জার ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই) ও ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির (এনএসডিএ) সহযোগিতায় পরিচালিত বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে এ নারী পেইন্টাররা প্রশিক্ষিত হয়েছেন। এ কর্মসূচি নারীদের জন্য বৈচিত্র্য ও পেশাগত সুযোগ সম্প্রসারণে অবদানের জন্য ২০২৪ সালে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডসসহ বিভিন্ন স্বীকৃতি পেয়েছে।
বার্জার পেইন্টস বাংলাদেশের এমডি রূপালী চৌধুরী বলেন, ‘নারীদের প্রশিক্ষণ দিয়ে আমাদের পেইন্টিং টিমে অন্তর্ভুক্ত করার মাধ্যমে একদিকে গ্রাহকদের পরিবর্তিত চাহিদা পূরণ করছি, অন্যদিকে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছি।’ যা এ শিল্পের প্রচলিত ধারা ভাঙতে সাহায্য করবে বলেও মন্তব্য করেন তিনি।


