ঢাকা ব্যাংকের উদ্যোগে লালমাটিয়া মহিলা কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং
ঢাকার লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ‘তরুণদের জন্য আর্থিক সাক্ষরতা ও ক্যারিয়ার কাউন্সেলিং প্রোগ্রাম’ আয়োজন করেছে ঢাকা ব্যাংক পিএলসি। প্রোগ্রামে সেশন আলোচক ছিলেন ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোস্তাক আহমেদ। সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক জাহানারা জামান, ভাইস প্রিন্সিপাল মুহাম্মদ নাজমুল হক, ঢাকা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান এইচএম মোস্তাফিজুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড (মানব সম্পদ) মো. শফিউর রহমান।


