মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ সেবা চালু করল মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি প্রাইম গ্রাহকদের আরো উন্নত সেবা দেয়ার লক্ষ্যে ‘মার্কেন্টাইল প্রায়োরিটি জেনিথ’ শীর্ষক বিশেষ সেবা চালু করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর ধানমন্ডির এমবিএল সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ফিতা কেটে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের এমডি মতিউল হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএমডি ও সিবিও ড. মো. জাহিদ হোসেন। এ সময় প্রায়োরিটি গ্রাহকসহ ব্যাংকের ডিএমডি শামীম আহম্মদ ও অসীম কুমার সাহা এবং এসইভিপি শাহ মো. সোহেল খুরশীদ, মোহাম্মদ ইকবাল রেজওয়ান ও মো. আব্দুল হালিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন হেড অব রিটেইল ব্যাংকিং অসীম কুমার সাহা। এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও বিভিন্ন শাখার প্রধানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


