আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে আরএমজি অর্থায়ন-বিষয়ক কর্মশালা
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসিতে ‘রেডিমেড গার্মেন্টস (আরএমজি) ফাইন্যান্সিং’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের আরএমজি এবং রফতানিসংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে শনিবার এ কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন এমডি (ভারপ্রাপ্ত) মো. রাফাত উল্লা খান। এ সময় ব্যাংকের ডিএমডি আব্দুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) অধ্যক্ষ মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন।


