ট্রাস্ট ব্যাংকের ম্যানেজার্স কনফারেন্স অনুষ্ঠিত
ট্রাস্ট ব্যাংক পিএলসির দুই দিনব্যাপী ‘ম্যানেজার্স কনফারেন্স ২০২৬’ সম্প্রতি সিলেটের একটি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এ সময় ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী ছাড়াও পরিচালনা পর্ষদের সদস্য, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সব শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি, ভবিষ্যৎ কৌশল, ডিজিটাল রূপান্তর ও গ্রাহকসেবাসংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানতার মতামত তুলে ধরেন। তিনি ট্রাস্ট ব্যাংকের ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য অংশগ্রহণকারীদের কৌশল নির্ধারণে দিকনির্দেশনা দেন।


