আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসা উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির ‘ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. রাফাত উল্লা খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আব্দুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান উপস্থিত ছিলেন। এছাড়া উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আবদুল্লাহ আল মামুন, মো. ফজলুর রহমান চৌধুরী, মো. আসাদুজ্জামান ভূঁঞা, মো. আমিনুল ইসলাম ভূঁঞা, মোহাম্মদ হোসেন, এসএম আবু জাফর ও সৈয়দ আবুল হাশেমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী এবং ২২৬টি শাখার ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন, ‘২০২৬ সালে ব্যাংকের ব্যবসায়িক কৌশলের মূল ভিত্তি হবে তিনটি—সুশাসন, শৃঙ্খলা ও দায়িত্বশীল প্রবৃদ্ধি। এ লক্ষ্যে ব্যাংকের বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং সেন্ট্রালাইজড ক্রেডিট ও রিস্ক ফাংশনকে আরো শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি ডিজিটাল ও অটোমেশননির্ভর কাঠামোর সম্প্রসারণে গুরুত্ব দেয়া হচ্ছে।’ এ সময় তিনি রিটেইল, এসএমই, কৃষি, আমদানি-রফতানি, রেমিট্যান্স এবং ডিজিটাল ব্যাংক খাতে বিশেষ গুরুত্বারোপ করেন।
সভায় এমডি ও সিইও মো. রাফাত উল্লা খান বলেন, ‘ডিজিটাল রূপান্তরের মাধ্যমে নৈতিকভাবে দৃঢ় ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। বিগত বছরে নানা চ্যালেঞ্জের মধ্যেও ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং কেন্দ্রীভূত অপারেশনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরো সুসংহত করা হয়েছে।’
সম্মেলনে ব্যাংকের পরিচালন মুনাফা, আমানত সংগ্রহ, বিনিয়োগ প্রদান ও আদায় এবং সামগ্রিক উন্নয়ন অর্জনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে ৭৭টি শাখা, ব্যক্তিগত পারফরম্যান্সের জন্য ৩২ জন কর্মকর্তা এবং প্রধান কার্যালয়ের একটি বিভাগকে বিশেষ সম্মাননা দেয়া হয়।


