শিরোনাম

South east bank ad

টানা চার বছর শীর্ষে ব্র্যাক ব্যাংক

 প্রকাশ: ২৭ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

টানা চার বছর শীর্ষে ব্র্যাক ব্যাংক

 

গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে আবারো শীর্ষস্থান অর্জন করেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ নিয়ে ব্যাংকটি টানা চার বছর এ সাফল্য দেখাল। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

২০২৪-২৫ অর্থবছরে গভর্নমেন্ট সিকিউরিটিজের সেকেন্ডারি মার্কেট ট্রেডিংয়ে ব্র্যাক ব্যাংকের মার্কেট শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক শূন্য ৩ শতাংশে, যা পূর্ববর্তী বছরে ছিল ১৩ দশমিক ৩৯ শতাংশ। ফলে ব্যাংকটির শক্তিশালী অবস্থান আরো মজবুত হয়েছে।

ব্র্যাক ব্যাংকের এ লক্ষণীয় পারফরম্যান্সের পেছনে রয়েছে শক্তিশালী ক্যাপিটাল বেস, উন্নত তারল্য ব্যবস্থাপনা, সঠিক ঝুঁকি ব্যবস্থাপনা এবং উন্নত ডিজিটাল ট্রেজারি অবকাঠামোতে অব্যাহত বিনিয়োগের ভূমিকা।

এ অর্জনের প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ডিএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল বলেন, ‘এ মাইলফলক শ্রেষ্ঠত্ব অর্জন, মার্কেট ইনসাইট এবং দেশের ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমকে শক্তিশালী করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।’

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: