স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের বার্ষিক বিক্রয় সম্মেলন
স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ‘বার্ষিক বিক্রয় সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে গতকাল এ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির বিক্রয় কৌশল, বাজার সম্প্রসারণ পরিকল্পনা ও চলতি বছরের লক্ষ্য নির্ধারণের পাশাপাশি পরিবর্তনশীল বাজার ব্যবস্থায় বিক্রয় ব্যবস্থাপনাকে আরো কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এমডি অঞ্জন চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন প্রতিষ্ঠানটির সিওও মো. পারভেজ সাইফুল ইসলাম এবং সিএফও আব্দুল্লাহ আল জাবেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সেলস অফিসার, টেরিটরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার ও ডিভিশনাল সেলস ম্যানেজাররা এ সম্মেলনে অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ টানা সপ্তমবারের মতো বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করেছে, যা ধারাবাহিক সাফল্য ও পরিকল্পনা বাস্তবায়নের প্রতিফলন।


