South east bank ad

বসুন্ধরা করোনা হাসপাতালে সাংবাদিকদের জন্য বরাদ্দ ১শ' শয্যা

 প্রকাশ: ১১ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   ভিন্ন খবর

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নির্মিত হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আইসোলেশন সেন্টার বা হাসপাতাল। যার কাজ শেষ হয়েছে ইতোমধ্যেই। ২ হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালে ১শটি শয্যা বরাদ্দ থাকবে সাংবাদিকদের জন্য। এগুলো শুধুমাত্র করোনাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যে সকল গণমাধ্যমকর্মী কোভিড-১৯ এ আক্রান্ত হবেন তাদের চিকিৎসায় বরাদ্দ রাখা হবে। বিষয়টি নিয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। ফেসবুকের ওই পোস্টে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বরাত তিনি জানিয়েছেন, বসুন্ধরা কনভেনশন সেন্টারে নির্মাণ করা ২ হাজার শয্যা বিশিষ্ট আইসোলেশন সেন্টারের অন্তত ১০০ শয্যা শুধু মাত্র গণমাধ্যমকর্মীদের জন্য।
BBS cable ad

ভিন্ন খবর এর আরও খবর: