হবিগঞ্জে ছিন্নমূল ও করোনাকালে ক্ষতিগ্রস্ত ৫৩ ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান
সিলেটের হবিগঞ্জে গতকাল রোববার ১ আগস্ট জেলা শিল্পকলা একাডেমিতে ছিন্নমূল ও করোনাকালে ক্ষতিগ্রস্ত ৫৩ জন ব্যক্তির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মানবিক সহায়তা দেওয়া হয়।
হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নূরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী এবং অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা।