লকডাউন বাস্তবায়নে বিভিন্ন জনবহুল স্থানে চরফ্যাশন উপজেলা প্রশাসনের অভিযান
রবিবার চরফ্যাশন উপজেলায় চলমান লকডাউন বাস্তবায়নে কাঁচা বাজার সহ সদর রোডের বিভিন্ন জনবহুল স্থানে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা সহ সচেতনতা সৃষ্টি করা হয়। মহামারি করোনা ভাইরাস প্রতিরোধে কী কী করণীয় সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান সহ মাস্ক বিতরণ করা হয়।।
এছাড়া, জরুরি প্রয়োজনে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পড়ে এবং সামাজিক দূরত্ব বজায় রাখে সে ব্যাপারে সকলকে সচেতন করা হয়।
এসময় স্বাস্হ্যবিধি প্রতিপালন না করায় এবং সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।