ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন প্লাটফর্ম 'মেধাবী ঝিনাইদহ'-এর উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষ্যে গতকাল রোববার ১ আগস্ট জেলা প্রশাসন ঝিনাইদহের উদ্যোগে 'মেধাবী ঝিনাইদহ' নামে একটি অনলাইন প্লাটফর্মের শুভ উদ্বোধন করা হয়।
এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জুম কনফারেন্সে 'মেধাবী ঝিনাইদহ ' অনলাইন প্লাটফর্ম এবং এর মাধ্যমে অনুষ্ঠিতব্য বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন (এনডিসি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার জেলা প্রশাসক মো. মজিবর রহমান।