শিরোনাম

South east bank ad

তেঁতুলিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ঔষধ ও সার ব্যবসায়ীর অর্থদন্ড

 প্রকাশ: ০২ অগাস্ট ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

তেঁতুলিয়ায় অননুমোদিত, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৪ জন ঔষধ ব্যবসায়ী এবং সরকার–নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ২ জন খুচরা সার বিক্রেতাকে অর্থদণ্ড ভ্রাম্যমাণ আদালত অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহার নেতৃত্বে সোমবার (২ আগস্ট) বিকেলে তেঁতুলিয়া, কালান্দিগঞ্জ, শালবাহান ও তিরনই বাজারে ঔষধ এবং সারের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে এ দন্ডাদেশ প্রদান করা হয়।

এ সময় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. আবুল কাশেম, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু ছায়েম মিয়াসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. পলাশ চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: