নরসিংদীতে ৫০০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
আজ নরসিংদী পৌরসভার উদ্যোগে ও জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ত্রাণপ্রাপ্ত সকলকে সরকারি নির্দেশনা মেনে গৃহে অবস্থান এবং অতি দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।
এসময় পরিবহন শ্রমিক ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৫০০ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নরসিংদী পৌরসভার উদ্যোগে নরসিংদী সদর হাসপাতালে ১০ টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়।