নরসিংদীতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং সভাপতি, দেশের অভ্যন্তরে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি আবু নইম মোহাম্মদ মারুফ খান।
সরকারি নির্দেশনা মোতাবেক করোনা প্রতিরোধে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পুনঃগঠিত কমিটিকে সক্রিয় করার আহবান জানিয়ে সভাপতি তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে ৭ আগস্ট ২০২১ থেকে বাস্তবায়িতব্য ওয়ার্ডভিত্তিক টিকাদান কর্মসূচিকে গণমুখী, সুশৃঙখল ও সাফল্যমন্ডিত করতে সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য সভায় অংশগ্রহণকারীদের প্রতি আহবান জানান।