করোনায় প্রাণ গেল ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার
এইচ এম জোবায়ের হোসাইন
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার (৩ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নির্বাচন কমিশন থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
এ বি এম সাইফুজ্জামান নির্বাচন কমিশন সচিবালয়সহ মাঠ প্রশাসনে ইসি’র গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ময়মনসিংহের আগে সিলেটে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।
ইসির কর্মকর্তারা জানান, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৮ জন কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন। গত এক বছরে নির্বাচন কমিশনের ১৭২ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন।
কর্মকর্তারা জানান, এর আগে নারায়ণগঞ্জ বন্দর থানায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর ও ঝিনাইদহের কালীগঞ্জের অফিস সহায়ক মো. বাবলুর করিম, মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা, চট্টগ্রামের সাবেক জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান এবং পটুয়াখালীর কলাপাড়ার সাবেক অফিস সহায়ক শহিদুল ইসলাম, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন এবং ইসির কর্মী মোহাম্মদ এনামুল হক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ইসি ৮ জন মারা গেলেন।