এশিয়ার স্পট মার্কেটে বেড়েছে এলএনজির দাম
এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম।
এশিয়ার স্পট মার্কেটে চলতি সপ্তাহে বেড়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম। ইউরোপের দেশগুলোয় প্রাকৃতিক গ্যাসের ঊর্ধ্বমুখী দাম এশিয়ায় পণ্যটির বাজারদর বাড়ার পেছনে ভূমিকা রেখেছে। এছাড়া এ সময় এশিয়া ও ইউরোপের দেশগুলোয় ঠাণ্ডা আবহাওয়াও এলএনজির দাম বৃদ্ধির অন্যতম প্রভাবক হয়ে উঠেছে। খবর বিজনেস রেকর্ডার।
শিল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব এশিয়ায় জানুয়ারিতে সরবরাহের জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির গড় মূল্য চলতি সপ্তাহে ছিল ১৪ ডলার ৬০ সেন্ট। এ বিষয়ে রাবোব্যাংক লন্ডনের এনার্জি স্ট্র্যাটেজিস্ট ফ্লোরেন্স স্মিথ বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনায় ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহে ঝুঁকি তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে এশিয়ার বাজারে। যদিও এখন পর্যন্ত প্রাকৃতিক গ্যাস সরবরাহে কোনো ধরনের বিঘ্ন তৈরি হয়নি।’
বাজারসংশ্লিষ্টরা জানান, ডাচ টিটিএফ কেন্দ্রের ইউরোপীয় গ্যাসের দাম বেড়ে গত এক বছরের সর্বোচ্চে পৌঁছেছে। এর পেছনে ভূমিকা রেখেছে রাশিয়া থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ নিয়ে উদ্বেগ ও ঠাণ্ডা আবহাওয়ার কারণে মজুদ কমে যাওয়া।
এছাড়া গত সপ্তাহের শেষে পেমেন্ট নিয়ে বিরোধকে কেন্দ্র করে রাশিয়ার গ্যাজপ্রম অষ্ট্রেলিয়ার গ্যাস আমদানিকারক ওএমভি কোম্পানিতে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে।
এদিকে রিস্টাড এনার্জি এক নোটে জানায়, জাপানে তাপমাত্রা কমে যাওয়ায় প্রাকৃতিক গ্যাসের ব্যবহার ও বিদ্যুতের মূল্য বেড়েছে। তবে দেশটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হওয়ায় প্রাকৃতিক গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর নির্ভরতা কমতে পারে। এতে কিছুটা হ্রাস পেতে পারে এলএনজির চাহিদা।
প্রতিষ্ঠানটি আরো জানায়, জাপানের আবহাওয়া সংস্থা ২৯ নভেম্বর পর্যন্ত দেশটিতে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা বিরাজ করার ৫০-৬০ শতাংশ সম্ভাব্যতার তথ্য দিয়েছে।
এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটস গত বৃহস্পতিবার জানুয়ারির সরবরাহ চুক্তিতে নর্থওয়েস্ট ইউরোপ এলএনজি মার্কার (এনডব্লিউএম) বাজার আদর্শে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম স্থির করেছে ১৪ ডলার ৮০০ সেন্টে। এছাড়া নেদারল্যান্ডসে প্রাকৃতিক গ্যাসের ভার্চুয়াল ট্রেডিং পয়েন্ট টিটিএফে প্রতি এমএমবিটিইউ এলএনজিতে দশমিক ২৫ সেন্ট ছাড় দেয়া হয়েছে।
আরগাস প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করেছে ১৪ ডলার ৭৯০ সেন্ট। অন্যদিকে স্পার্ক কমোডিটিজ ডিসেম্বরের সরবরাহ চুক্তিতে প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করেছে ১৪ ডলার ৬৩৫ সেন্ট।
এদিকে চলতি সপ্তাহে আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরীয় পথে এলএনজি পরিবহন ব্যয় পাঁচ বছরের মধ্যে সর্বনিম্নে নেমেছে। স্পার্ক কমোডিটিজের বিশ্লেষক কাসিম আফগান জানিয়েছেন, গত শুক্রবার আটলান্টিক সাগরপথে এলএনজি পরিবহনের ব্যয় কমে দৈনিক ১৫ হাজার ৫০০ ডলারে নেমেছে। অন্যদিকে প্রশান্ত মহাসাগরীয় পথে পরিবহন ব্যয় নেমে এসেছে দৈনিক ২৩ হাজার ডলারে।