স্মার্ট কার্ড এবার ২৭ জেলায়
মহানগর ছেড়ে এবার জেলা পর্যায়ে স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শুক্রবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে প্রথম ধাপের ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এর মধ্যে আট জেলা গোপালগঞ্জ, বগুড়া, পটুয়াখালী, কক্সবাজার, নোয়াখালী, পাবনা, গাইবান্ধা ও নেত্রকোনার জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন উদ্বোধনী অনুষ্ঠানে।
সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম, শাহাদাত হোসেন চৌধুরী, ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এবং এনআইডি উইংয়ের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম আগারগাঁওয়ের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন।
গত বছর অক্টোবরে ঢাকার দুই সিটির সঙ্গে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহলে স্মার্টকার্ড বিতরণ শুরু হয়। এর ধারাবাহিকতায় এখন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও কুমিল্লা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনেও বিতরণ চলছে।
বর্তমানে দেশে ১০ কোটি ১৮ লাখের বেশি ভোটার রয়েছে। আগামী বছর একাদশ সংসদ নির্বাচনের আগে মৃতদের বাদ ও নতুনদের যোগ করে এ সংখ্যা দাঁড়াবে প্রায় ১০ কোটি ৪৬ লাখে।
ইসি কর্মকর্তারা জানান, জেলায় জেলায় বিতরণ শুরুর জন্য প্রথম পর্যায়ে দেশের ৬৪টি জেলার মধ্যে ২৭টির সদর উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ চলবে।
বিজয়ের মাসে দেশের অর্ধেক এলাকায় বিতরণ শুরুর পর ভাষার মাস ফেব্রুয়ারিতে বাকি সব জেলায় বিতরণে যাওয়ার পরিকল্পনা রয়েছে ইসির।
কর্মকর্তারা বলছেন, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে নাগরিকদের সবার হাতে স্মার্ট কার্ড পৌঁছে দিতে চান তারা।
যেসব এলাকায় শুরু হল বিতরণ
ফরিদপুর অঞ্চল : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও শরীয়তপুর সদর
চট্টগ্রাম অঞ্চল : বান্দরবান সদর, খাগড়াছড়ি সদর, কক্সবাজার সদর ও রাঙামাটি সদর
বরিশাল অঞ্চল : পিরোজপুর সদর, পটুয়াখালী সদর, ঝালকাঠি সদর ও বরগুনা সদর
খুলনা অঞ্চল : মেহেরপুর সদর, বাগেরহাট সদর ও নড়াইল সদর
সিলেট অঞ্চল : হবিগঞ্জ সদর ও সুনামগঞ্জ সদর
রাজশাহী অঞ্চল : বগুড়া সদর, জয়পুরহাট সদর ও পাবনা সদর
ময়মনসিংহ অঞ্চল : নেত্রকোণা সদর
রংপুর অঞ্চল : কুড়িগ্রাম সদর, লালমনিরহাট সদর ,পঞ্চগড় সদর, গাইবান্ধা সদর, নীলফামারী সদর, দিনাজপুর সদর ও ঠাকুরগাঁও সদর
কুমিল্লা অঞ্চল : নোয়াখালী সদর