South east bank ad

আইসিইউতে অভিনেত্রী কস্তুরী চৌধুরী

 প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

আইসিইউতে অভিনেত্রী কস্তুরী চৌধুরী

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

অভিনেত্রী কস্তুরী চৌধুরী আইসিইউতে। এ তথ্য জানিয়েছেন ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রের পরিচালক রাশীদ পলাশ। ‘ময়ূরাক্ষী’ চলচ্চিত্রে চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় করেছেন কস্তুরী চৌধুরী।

সাবেক শিক্ষিকা কস্তুরী চৌধুরী ৭৬ বছর বয়সে প্রথমবারের মতো কোনো চলচ্চিত্রে অভিনয় করে বেশ উচ্ছ্বসিতও ছিলেন। তিনি বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মীয়।

রাশীদ পলাশের মাধ্যমে কস্তুরী চৌধুরীর মেয়ে অভিনয়শিল্পী সংগীতা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তার মা অনেক দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন।

গত ২১ মার্চ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মগবাজার এলাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর শ্যামলীর আরেকটি হাসপাতালে নেওয়া হয়। এর পর থেকে এখন পর্যন্ত সেই হাসপাতালে তার চিকিৎসাসেবা চলছে।

কস্তুরী চৌধুরীর মেয়ে সংগীতা চৌধুরীও অভিনয় করেন। তার অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্রের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে তৈরি চলচ্চিত্র ‘মুজিব: দ্য মেকিং অব নেশন’ সবচেয়ে উল্লেখযোগ্য।

সংগীতা চৌধুরী বলেন, ছোটবেলা থেকেই আম্মা অভিনয় করতেন। তবে সেটা ছিল স্কুল–কলেজে। শিক্ষিকা মা আমাদের চার ভাইবোনকে মানুষ করতেই পেশাদার অভিনয়ে নামই লেখাতে পারেননি।

প্রথমবার কোনো চলচ্চিত্রে অভিনয় করতে পেরে মায়ের সে কী উচ্ছ্বাস। শিক্ষকতা থেকে মা রিটায়ার্ড করার পর অনেকে তাকে নিয়ে বিজ্ঞাপনচিত্রও বানাতে চেয়েছিলেন। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে এসবও করতে পারেননি। মা এখন হাসপাতালে বিছানায়। সবার কাছে মায়ের সুস্থতার জন্য প্রার্থনা করছি।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: