ফের কর্মবিরতিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ

নাইট ও টিফিন বিল বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছেন গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় অবস্থিত এম এম নীটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উৎপাদন কাজ বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, সকালে ডাইং ও নীটিং সেকশনের শ্রমিক ফ্যাক্টারিতে আসেন শ্রমিকরা। এ সময় তারা অন্যান্য সেকশনের নাইট বিল ১০০ টাকা, টিফিন বিল ৫০ টাকা হওয়ায় অনুরূপ ডাইং ও নীটিং সেকশনের নাইট বিল ১০০ টাকা ও টিফিন বিল ৫০ টাকা বৃদ্ধির দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে এসেম্বলি পয়েন্টে কর্মবিরতি পালন করেন। এ বিষয়ে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা চলমান। ঘটনাস্থলে রয়েছে শিল্প পুলিশ ও কোনাবাড়ি থানা পুলিশ।