South east bank ad

ভূমি সংক্রান্ত কাজে সেবা বাড়াতে ১৪০ কোটি টাকার প্রকল্প

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৫, ১২:০০ পূর্বাহ্ন   |   হাউজিং

ভূমি সংক্রান্ত কোনো কাজ করতে গ্রাহকদের ভোগান্তির শেষ নেই। এর অন্যতম কারণ সরকারি দফতরগুলো রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ অবস্থায় ভোগান্তি কমিয়ে সেবার মান বাড়াতে চিন্তা করা হচ্ছে। এ জন্য ভূমি সংক্রান্ত সব অফিসকে একই ভবনে স্থানান্তর করা হবে। রাজধানীর তেজগাঁওয়ে ১৩৯ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে ১৩ তলা ভবন নির্মাণের করা হচ্ছে। ভূমি ভবন কমপ্লেক্স নির্মাণ শীর্ষক এ প্রকল্পটি মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় উপস্থান করা হচ্ছে। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। পরিকল্পনা কমিশন সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভূমির সঙ্গে সংশ্লিষ্ট কার্যালয়গুলো এক ভবনে আসবে। জনগণকে ভূমি সংস্থার সেবা পাওয়ার ক্ষেত্রে অনেক ভোগান্তির মুখোমুখি হতে হচ্ছে। এ অবস্থায় ভূমি সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে জনগণকে উত্তম ও সহজে সেবা প্রদানের লক্ষ্যে শহরের বিভিন্ন স্থানে থাকা এ কার্যালয়গুলোকে একটি ভবনে আনা হবে। এতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, নির্মিত বহুতল এ কমপ্লেক্সে স্থান পাবে, ভূমি সংস্কার বোর্ড, ভূমি আপিল বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর এবং ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। সংশ্লিষ্টরা বলছেন, কৃষিভিত্তিক অর্থনীতির বাংলাদেশে ভূমি সবচেয়ে মূল্যবান ও সীমিত সম্পদগুলোর একটি। আগামী দিনগুলোতে নগরায়ন, শিল্পায়ন প্রভৃতি কারণে ভূমির ব্যবহার আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এজন্য সব সেবা প্রতিষ্ঠান এক ভবনেই থাকলে ভোগান্তি কমে আসবে। সরকারি কাজে গতি আসবে। পরিকল্পনা কমিশন বলছে, ভূমি সংক্রান্ত বিভিন্ন সংস্থার কার্যালয় ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকায় জনগণকে এসব সংস্থার সেবা পাওয়ার ক্ষেত্রে অনেক ভোগান্তির সম্মুখীন হতে হয়। এ কার্যালয়গুলো একটি ভবনের আওতায় নিয়ে এসে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে উত্তম ও সহজে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদানে অবদান রাখবে। এসব বিবেচনায় প্রস্তাবিত প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের সুপারিশ করা হয়েছে।
BBS cable ad

হাউজিং এর আরও খবর: