শিরোনাম

South east bank ad

৩৫১ কোটি টাকার বেশি ফ্ল্যাট ও প্লট বিক্রি

 প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   হাউজিং

৩৫১ কোটি টাকার বেশি ফ্ল্যাট ও প্লট বিক্রি

 আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব মেলা শেষ হয়েছে। মেলায় ৩৫১ কোটি টাকার বেশি ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। গতকাল দুপুরে মেলা শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) এবং মেলা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় প্রায় ৩৫১ কোটি ১৬ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৬৮ কোটি টাকার। এছাড়া ৮০ কোটি টাকার প্লট এবং ৫৩ কোটি ৭৩ লাখ টাকার বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় ১ হাজার কোটি টাকার। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছেন ১৬ হাজার ১৩২ জন।

লিখিত বক্তব্যে মেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানা বলেন, এ মেলার আসল উদ্দেশ্য ব্র্যান্ডিং করা। এখানে যেসব ক্রেতা-দর্শনার্থী এসেছেন তারা সবাই ফ্ল্যাট বা প্লট ক্রয় করবেন। কেউ হয়তো এখন ক্রয় করবেন আর কেউ হয়তো সামনের বছরগুলোয় ক্রয় করবেন। মেলায় যারা এসেছেন তারা আসলে সবাই ক্রেতা। কারণ এ মেলায় বিনোদনমূলক কিছু নেই। প্রতিষ্ঠানগুলো মেলায় আসা ক্রেতাদের কাছে তাদের পণ্যের মান সম্পর্কে তুলে ধরেছেন। তারা দর্শনার্থীদের নার্সিং করবেন আর ক্রেতারা যে প্রডাক্ট দেখে গেলেন তা যাচাই-বাছাই করবেন এবং পরবর্তী সময়ে ফাইনাল সিদ্ধান্ত নেবেন। একসঙ্গে অনেক ক্রেতা পাওয়া একমাত্র রিহ্যাব ফেয়ারেই সম্ভব।

কভিড-১৯ ভাইরাস সংক্রমণের কারণে দুই বছর বিরতি দিয়ে ২০২১ সালে প্রায় একই সময়ে এ মেলা অনুষ্ঠিত হয়। ওই সময় প্রায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট এবং বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছিল। এর মধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয় ১৯৮ কোটি টাকার। ১২৫ কোটি টাকার প্লট এবং ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বাণিজ্যিক স্পেস বুকিং ও বিক্রি হয়।

রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২১ ডিসেম্বর এবারের মেলা শুরু হয়। প্রতি বছরের মতো এবারো রিহ্যাব এ মেলার আয়োজন করে। এবার উদ্বোধনী দিন ক্রেতা-দর্শনার্থীদের জন্য বেলা ২টা থেকেই মেলা উন্মুক্ত করা হয়। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠান থাকায় শেষ দিন মেলা চলে বেলা ২টা পর্যন্ত। মেলায় ১৮০টি স্টল, তিনটি ডায়মন্ড প্যাভিলিয়ন, সাতটি গোল্ড স্পন্সর, ২২টি কো-স্পন্সর, ১৬টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩ অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান অংশ নেয়। ২০০১ সাল থেকে ঢাকায় রিহ্যাব হাউজিং ফেয়ার শুরু হয়। ঢাকা ছাড়াও চট্টগ্রামে ১৪টি আবাসন মেলা সম্পন্ন করেছে রিহ্যাব। ২০০৪ সাল থেকে বিদেশেও আবাসন মেলার আয়োজন করছে সংস্থাটি।

BBS cable ad

হাউজিং এর আরও খবর: