নতুনধরা একক আবাসন উৎসব শুরু
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নতুনধরা করপোরেট হেড কোয়ার্টার্সে শুরু হয়েছে ১১ দিনব্যাপী নতুনধরা একক আবাসন উৎসব। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. সাদী-উজ-জামান, চেয়ারম্যান বজলুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মেরিনা সাদী ও পরিচালক শাহীন মিঞা শিকদার সম্প্রতি এ উৎসবের উদ্বোধন করেন।