South east bank ad

আসছে ১২৫ সিসির নতুন পালসার, থাকবে এবিএস

 প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

আসছে ১২৫ সিসির নতুন পালসার, থাকবে এবিএস

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান বাজাজ তাদের পালসার লাইন আপে নতুন বাইক আনছে। এটি হবে ১২৫ সিসির বাইক। মডেল বাজাজ পালসার এন১২৫। এই বাইকে এবিএস পাবেন পালসার ভক্তরা। শিগগিরই এই বাইক বাজারে আসার কথা রয়েছে।

কমিউটার সেগমেন্টের বাইক পছন্দ করেন এমন ক্রেতাদের মুখের হাসি ফোটাতে চলেছে বাজাজ। জেনে নিন মোটরসাইকেলটি সম্পর্কে খুঁটিনাটি।

পালসার এন১২৫ দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই শহুরে রাস্তায় চলতে পারদর্শী। এটি একটি প্রিমিয়াম কমিউটার বাইক। স্পোর্টি এবং তারুণ্যে ভরা স্টাইলসহ হাজির হবে মডেলটি। এতে রয়েছে পেশীবহুল ফুয়েল ট্যাঙ্ক এক্সটেনশন, স্প্লিট সিট এবং দুটি গ্র্যাব রেইল ও একটি এলইডি হেড ল্যাম্প।

পালসার এন১২৫ এর ইঞ্জিন অনেক রিফাইন করা থাকবে। এর ১২৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার মোটরকে সঙ্গ দিতে রয়েছে ৫-ধাপ গিয়ারবক্স। সামনে ডিস্ক ব্রেক দেওয়া হলেও পেছনে রয়েছে ড্রাম ব্রেক। আবার রিয়ার ডিস্ক ব্রেক অপশনেও বেছে নেয়া যাবে বাইকটি। এর সঙ্গে থাকছে সিঙ্গেল চ্যানেল এবিএস।

সাসপেনশনের দায়িত্ব পালন করতে বাজাজ পালসার এন১২৫ মডেলে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক অ্যাবসর্ভার দেওয়া হচ্ছে।

এতে স্মার্টফোন কানেক্টিভিটিসহ একটি ডিজিটাল কনসোল দেওয়া হয়েছে। এই বাইকের দাম হতে পারে ভারতীয় মুদ্রায় ১ লাখ রুপির আশপাশে।

BBS cable ad