South east bank ad

মার্চে ৮ দিন বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   তথ্য প্রযুক্তি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সোলার আউটেজ বা সৌর ব্যাতিচারের কারণে আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত আটদিন বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

গতকাল (১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির (বিএসসিএল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্বে) শফিকুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সৌর ব্যাতিচারের কারণে আগামী ৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত, ৮ মার্চ ৯টা ৫২ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত, ৯, ১০ ও ১১ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ৩ মিনিট পর্যন্ত, ১২ মার্চ সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ২ মিনিট পর্যন্ত, ১৩ মার্চ সকাল ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত এবং ১৪ মার্চ সকাল ৯টা ৫৩ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার কার্যক্রমে বিঘ্ন ঘটতে পারে।

প্রাকৃতিক কারণে এই বিঘ্নের জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসসিএল কর্তৃপক্ষ।

BBS cable ad

তথ্য প্রযুক্তি এর আরও খবর: