তিন দেশ থেকে নিয়ন্ত্রিত দেশের অনলাইন জুয়া
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বিশ্বের তিনটি দেশ থেকে বাংলাদেশের অনলাইন জুয়ার বাজার নিয়ন্ত্রিত হয় বলে জানিয়েছেন গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান ও ঢাকা মেট্রোপলিট পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
গতকাল (২৩ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
হাফিজ আক্তার বলেন, দেশের জুয়ার সাইটগুলো রাশিয়া, ইন্দোনেশিয়া ও ভারত থেকে পরিচালিত হয়। আমাদের দেশে যারা থাকেন, তারা মাস্টার এজেন্ট। বিদেশে যারা পরিচালনা করেন, তারা সুপার এজেন্ট। যখন আইপিএল ও বিপিএল খেলাগুলো চলে তখন তারা বাজি ধরে।
তিনি আরো বলেন, অনলাইন জুয়ার কারণে সংসারে অশান্তি বাড়ছে। অন্যদিকে বাংলাদেশের টাকা বিদেশে চলে যাচ্ছে।
হাফিজ আক্তার বলেন, ১৯ ফেব্রুয়ারি অনলাইন জুয়ার দেশীয় মাস্টার এজেন্টসহ তিন ব্যক্তিকে ঢাকার খিলগাঁও এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। তারা হলেন— তরিকুল ইসলাম বাবু (২৮), রানা হামিদ (২৬) ও সুমন মিয়া (২৫)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেটকার, নগদ ১১ লাখ ৮০ হাজার টাকা, চারটি বিভিন্ন মডেলের মোবাইল, পাঁচটি সিম কার্ড, বিভিন্ন ব্যাংকের ১৩টি অ্যাকাউন্ট নম্বর ও ২৩টি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট উদ্ধার করা হয়। এই ব্যক্তিরা দেশে বিভিন্ন লিংকের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করতেন। তবে অনলাইন জোয়ার এডমিন পরিচালনা করা হতো রাশিয়া ও ইন্দোনেশিয়া ও ভারত থেকে।
চক্রটি ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংক অ্যাকাউন্টগুলোতে প্রায় ১৫ থেকে ২০ কোটি টাকা লেনদেন করেছে। তরিকুল রানা ও সুমন অনলাইন জুয়ার মাধ্যমে গাড়ি-বাড়ি-জমি করেছে।
হাফিজ আক্তার বলেন, এ চক্রটির আমরা তিন জনকে গ্রেফতার করেছি। এখনো ৫০ থেকে ৬০ জন পলাতক আছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এখন পর্যন্ত চক্রটি কত টাকা পাচার করেছে জানতে চাইলে ডিবি প্রধান বলেন, তারা এখন পর্যন্ত ৩০ থেকে ৩৫ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। জুয়ার সাইটগুলোর এডমিন রাশিয়া, ইন্দোনেশিয়া ও ভারতের। বিটিআরসির মাধ্যমে আমরা সাইটগুলো বন্ধের চেষ্টা করবো। এ ক্ষেত্রে মনিটরিং বাড়াতে হবে।
গ্রেফতার হওয়াদের বিরুদ্ধে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে। তারা রিমান্ডে রয়েছে।