করোনায় আক্রান্ত সিআইএ প্রধান
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সিআইএ প্রধান উইলিয়াম বার্নস করোনা আক্রান্ত হয়েছেন। সিআইএ’র বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে এবিসি নিউজ।
বার্নস করোনার মৃদু উপসর্গে আক্রান্ত। এ কারণে তিনি তার বাসভবন থেকে কাজ চালিয়ে যাচ্ছেন।
এবিসি নিউজের খবরে বলা হয়, স্থানীয় সময় গত বুধবার (৩০ মার্চ) বার্নস আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। যদিও তিনি শারীরিক দূরত্ব মেনে বৈঠকে ছিলেন বলে জানা গেছে।
এবিসির খবরে আরও বলা হয়, সিআইএ প্রধান করোনা টিকার দুই ডোজ নেওয়ার পর বুস্টার ডোজও নিয়েছিলেন।
মহামারি শুরুর পর থেকে এখনো পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন করোনা আক্রান্ত হননি। যদিও ইদানিংকালে তার সঙ্গে দেখা করার পর তার প্রেস সেক্রেটারি জেন সাকিসহ বেশ কয়েকজনের করোনা শনাক্ত হয়েছে।