শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে কঠোর লকডাউন স্বাস্থ্যবিধি না মানায় ৫৬ জনকে জরিমানা

 প্রকাশ: ১৮ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

ঝালকাঠিতে কঠোর লকডাউন স্বাস্থ্যবিধি না মানায় ৫৬ জনকে জরিমানা

রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠিতে কঠোর লকডাউনের পঞ্চম দিনে জেলা প্রশাসন ও পুলিশের নজরদারি কড়াকড়ি রয়েছে। শহরের প্রবেশদ্বারগুলোতে বঁাশ বেঁধে দিয়েছে পুলিশ। এছাড়াও মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে মুভমেন্ট পাস আছে কিনা তা তল্লাশী করছে। যানবাহন ও পথচারীদের রাস্তায় বের হওয়ার সঠিক কারন বলতে না পারলে, ফিরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশের একটি দল সকাল থেকে শহরে টহল দিচ্ছে। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬ জনকে ৫১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান এ তথ্য জানিয়েছেন।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: