বরিশালে দোকানে মূল্য তালিকা না থাকায় ৪ জনের আর্থিক দণ্ড
বরিশালে স্বাস্থ্য বিধি উপেক্ষা এবং দোকানে মূল্য তালিকা না থাকার জন্য ৪ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরীর ভ্রাম্যমান আদালত শনিবার (১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর সাগরদী, রূপাতলী বাজার, চৌমাথা এবং লঞ্চঘাট এলাকায় এই অভিযান চালায়।
এসময় স্বাস্থ্য বিধি উপেক্ষা এবং দোকানে পণ্যের মূল্য তালিকা না থাকার জন্য ৪ জনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।