শিরোনাম

South east bank ad

রিকশাচালককে মারধর করা সেই সুলতান কারাগারে

 প্রকাশ: ০৫ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

রিকশাচালককে মারধর করা সেই সুলতান কারাগারে

রাজধানীর বংশালে এক রিকশাচালককে মারধরের অভিযোগে আসামি সুলতান আহমেদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ মে) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন অভিযুক্ত সুলতান আহমেদকে আদালতে হাজির করে ভুক্তভোগী রিকশাচালককে খুঁজে না পাওয়া পর্যন্ত আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন বংশাল থানার এসআই মো. আলী রেজা মামুন। আসামির পক্ষে মেহেদী হাসান বাদাল জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, মঙ্গলবার এক সংবাদকর্মী বাংলাদেশ পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও লিংক পাঠান। ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বংশালে এক ব্যক্তি এক রিকশাচালককে থাপ্পড় মারছেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। নির্যাতনের এক পর্যায়ে রিকশাচালক মাটিতে লুটিয়ে পড়েন এবং জ্ঞান হারান। বিষয়টি দেখতে পেয়ে পথচারীরা ওই রিকশাওয়ালাকে উদ্ধার করেন।

ভিডিওটি দেখে পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং থেকে ওই ব্যক্তিকে গ্রেফতারে বংশাল থানার ওসি মো. শাহীন ফকিরকে নির্দেশনা দেওয়া হয়। নির্যাতনকারীকে খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনতে বলা হয়। অল্প সময় ব্যবধানে ওই ব্যক্তিকে আটক করে বংশাল থানা পুলিশ।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: