শিশুদের নিয়ে কেনাকাটা করায় ১২ বাবা-মাকে জরিমানা
গাজীপুরের কাপাসিয়া বাজার এলাকায় শিশুদের সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটা করতে যাওয়ায় ১২ জন বাবা-মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৫ মে) বিকেলে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। ইউএনও ইসমত আরা জানান, কাপাসিয়া বাজারে করোনা মহামারির এ সময়ে অনেক বাবা-মা তাদের দুধের বাচ্চা ছাড়াও কম বয়সী শিশুদের নিয়ে ঈদের কেনাকাটা করছেন। এছাড়া শিশুদের মাস্ক ব্যবহার করানো হয়নি। এ সময় তাদের ১২ জনের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে ১২ জনের বিরুদ্ধে ১২টি মামলা এবং ৫ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, সরকার যেখানে করোনা ভাইরাস সংক্রমণরোধে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সেখানে স্বাস্থ্যবিধি না মেনে শিশুদের নিয়ে বাজারে যান অভিভাবকরা। তাদের সতর্ক করতেই জরিমানা এবং আদালত পরিচালনা করা হয়েছে।