শিরোনাম

South east bank ad

খালেদার আবেদন আইন মন্ত্রণালয়ে, যথাযথ পদক্ষেপ নেওয়া হবে : আইনমন্ত্রী

 প্রকাশ: ০৬ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

খালেদার আবেদন আইন মন্ত্রণালয়ে, যথাযথ পদক্ষেপ নেওয়া হবে : আইনমন্ত্রী

বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে আবেদনটি তার কাছে পৌঁছায়নি।

পৌঁছালে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। বৃহস্পতিবার (৬ মে) দুপুর ১২টার দিকে তিনি এ কথা জানান।
এর আগে বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ সংক্রান্ত একটি আবেদন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বাসায় গিয়ে পৌঁছে দেন। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, তিনি আবেদন পেয়েছেন। তবে এটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।

গত ১০ এপ্রিল খালেদা জিয়া করোনা আক্রান্ত হন। ২৫ এপ্রিল ও ২ মেয়ে আরও দু’দফা করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে।

গত ২৭ এপ্রিল তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মে শ্বাসকষ্ট বেড়ে গেলে সিসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তাকে অক্সিজেন দেওয়া লাগছে। এ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে চাচ্ছেন। কিন্তু দুই মামলায় ১৭ বছরের সাজা থাকা খালেদা জিয়াকে সরকারের নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হলেও শর্ত দেওয়া হয় তিনি বিদেশে যেতে পারবেন না। ফলে এখন তাকে বিদেশে যেতে হলে সরকারের নির্বাহী আদেশেই যেতে হবে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: