শিরোনাম

South east bank ad

ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার, আটক-১২

 প্রকাশ: ১০ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পারাপার, আটক-১২

সিমা বেগম (ভোলা):

ভোলার মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে ট্রলার দিয়ে অবৈধভাবে যাত্রী পারাপারের অভিযোগে ১২ জন ট্রলার মাঝিকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। এ সময় ১৫টি ট্রলার আটক করা হয়।

সোমবার (১০ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে কোস্টগার্ড এদের আটক করে।

আটকৃতরা হলেন, বেলাল, সোহেল, নাজমুল, মিনহাজুল, মনির, সামসুল হক, আ: রহিম, মো: রুবেল, আলামিন, সুমন বাহার ও মান্নান। এদের বাড়ি লক্ষীপুরের মজুচৌধুরীরহাট, মতিরহাট ও ভোলার ইলিশার বিভিন্ন এলাকায়।

ভোলা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন পাল এ তথ্য নিশ্চিত করে জানান, ডেঞ্জার জোন ও লকডাউনের নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় যাত্রী পারাপার করছিলো ট্রলার মালিকরা। এ সময় সকাল থেকে বিকাল পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম অভিযান চালিয়ে ট্রলারের ১২ জন চালক (মাঝি) আটক করে এবং ১৫টি ট্রলার জব্দ করে।

পরে কোস্টগার্ড আটককৃতদের নৌ পুলিশের কাছে হস্তান্তর করে। এ বিষয়ে মেরিন কোর্টে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: