শিরোনাম

South east bank ad

বিমানবন্দরে ডাক বিভাগের ব্যাগে ইয়াবা : চার কর্মচারী আটক

 প্রকাশ: ১৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ পোস্ট অফিসের ডাক বিভাগের একটি ব্যাগে ইয়াবা পাওয়া গেছে। এঘটনায় ডাক বিভাগের চার কর্মচারীকে আটক করা হয়েছে।
আজ বুধবার (১৯ মে) সকাল ৭টায় এ ঘটনা ঘটে। এ সময় দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, সকাল ৭টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর হ্যাংগার গেটে পোস্ট অফিসের একটি মালামাল স্ক্যানিং করার সময় এভিয়েশন সিকিউরিটির (এভসেক) স্ক্যানার এ এস জি সুলতান মাহমুদ একটি ব্যাগের ভেতর ইয়াবা সাদৃশ্য বস্তু শনাক্ত করেন। এরপর তিনি ঊর্ধ্বতনদের বিষয়টি অবহিত করলে ঘটনাস্থলে এসে দুই হাজার ৩৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ডাক বিভাগের ৪ কর্মচারীকে আটক করা হয়। তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিমানবন্দর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: