শিরোনাম

South east bank ad

হলমার্ক গ্রপের চেয়ারম্যান জেসমিনের জামিন প্রশ্নে রুল শুনানি ৭ জুলাই

 প্রকাশ: ১০ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য ৭ জুলাই দিন ঠিক করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১০ জুন) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ দিন ঠিক করেন। ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট বিভাগ চলতি ২০১৯ সালের ১০ মার্চ তাকে রুল মঞ্জুর করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। একই বছরের ১৬ জুন আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন।এরপর তিনি আত্মসমর্পণ করেন। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করলে আদালত রুল জারি করেন। বৃহস্পতিবার সেই রুলের শুনানির জন্য ৭ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: