সুপ্রিম কোর্টের সব বিভাগ ১৪ জুলাই পর্যন্ত বন্ধ
বিগত সময়ে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বিচার কাজ সীমিত পরিসরে চললেও বিভিন্ন দপ্তরে নিয়মিত কাজ করতেন কর্মকর্তা-কর্মচারীরা। তবে এবারের লকডাউনে জরুরি প্রয়োজন ছাড়া কেউ অফিসে আসতে পারবেন না। অফিসে আসতে হলেও কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কোর্টের নিজস্ব পরিবহন ব্যবহার করে আসতে হবে। এমনটিই বলা হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের আদেশে। লকডাউনে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব দপ্তর বন্ধ থাকার সময়সীমা বাড়ানো হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এ ছুটি কার্যকর থাকবে।
এ বিষয়ে ৭ জুলাই সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবরের পাঠানো আদেশ থেকে জানা যায়, দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তাররোধে ৭ থেকে ১৪ জুলাই সুপ্রিম কোর্টের সব অফিস বন্ধ থাকবে। জরুরি প্রয়োজনে কর্তৃপক্ষের নির্দেশনা সাপেক্ষে অফিসের প্রয়োজনে সীমিত পরিসরে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে উপস্থিত হতে পারবেন। আদেশে সকল কর্মচারী-কর্মকর্তাকে কর্মস্থল ত্যাগ করতে মানা করা হয়েছে।
করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার কারণে সরকার কঠোর বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে দিয়েছে। এর আগে বৃহস্পতিবার ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব অফিস বন্ধ ছিল। বিধিনিষেধ মানাতে রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে পোস্ট বসিয়ে তারা লোক চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।