শিরোনাম

South east bank ad

ক্যাবল টিভির সেট টপ বক্স লাগানোর নির্দেশ স্থগিত

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   আইন আদালত

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ক্যাবল টিভির সেট টপ বক্স লাগানোর সরকারি নির্দেশ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ আদেশ দেন। আদেশের বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে সোমবার (২২ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

এর আগে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছিলেন, ৩০ নভেম্বরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রামে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে সারাদেশে কেবল টিভির গ্রাহকদের টিভির সঙ্গে সেট টপ বক্স লাগাতে হবে। এই সময়ের মধ্যে তা না লাগালে কেবল টিভি দেখতে সমস্যা হবে বলেও জানিয়েছিলেন মন্ত্রী।

গত ৩১ অক্টোবর সচিবালয়ে এক অনুষ্ঠানে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো), চ্যানেল ডিস্ট্রিবিউটর ও কেবল অপারেটরগুলোর প্রতিনিধিদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মন্ত্রী এ তথ্য জানিয়েছিলেন।

এ পরিপ্রেক্ষিতে ক্যাবল টিভিতে সেট টপ বক্স লাগানোর সরকারি নির্দেশ স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

BBS cable ad

আইন আদালত এর আরও খবর: