প্রাইম ব্যাংকের গ্রাহকদের জন্য জোনাকি বাই নাসরিন জামিরের পারফিউম ক্রয়ে বিশেষ ছাড়
পারফিউম ব্র্যান্ড জোনাকি বাই নাসরিন জামিরের পারফিউম ক্রয়ে প্রাইম ব্যাংক পিএলসির প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা ১৫ শতাংশ এবং সব কার্ডধারী ও নীরা গ্রাহকরা ১০ শতাংশ ছাড় পাবেন। এ উপলক্ষে সম্প্রতি ব্যাংকের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেট জোয়ার্দ্দার তানভীর ফয়সাল এবং জোনাকি বাই নাসরিন জামিরের প্রতিষ্ঠাতা ও সিইও নাসরিন জামির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এসভিপি ও হেড অব অ্যাফ্লুয়েন্ট ব্যাংকিং তাকিয়ান চৌধুরী ও জোনাকি বাই নাসরিন জামিরের হেড অব অ্যাডমিনিস্ট্রেশন মো. সায়েদ মুস্তাফিজসহ উভয় প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।


