শিরোনাম

South east bank ad

বাণিজ্যিক যানবাহনের বিক্রি বাড়ায় ইফাদ অটোসের আয়ে বড় প্রবৃদ্ধি

 প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

বাণিজ্যিক যানবাহনের বিক্রি বাড়ায় ইফাদ অটোসের আয়ে বড় প্রবৃদ্ধি

গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ের তুলনায় চলতি বছরের একই সময়ে বাণিজ্যিক যানবাহনের চাহিদা ও বিক্রি বেড়েছে। এর সুবাদে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইফাদ অটোস পিএলসির যানবাহন বিক্রি থেকে আয় বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। আয় বাড়ার ফলে কোম্পানিটি গত বছরের একই সময়ে লোকসানে থাকলেও এবার মুনাফায় ফিরেছে। ইফাদ অটোসের চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ইফাদ অটোসের আয় হয়েছে ২৭৪ কোটি ৪১ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১৫৭ কোটি ৯১ লাখ টাকা। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২ কোটি ৫৩ লাখ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে ৫ কোটি ৭০ লাখ টাকা লোকসান হয়েছিল। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি ২১ পয়সা লোকসান হয়েছিল।

কোম্পানিটির কর্মকর্তারা বলছেন, চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে ১ হাজার ১ ইউনিট যানবাহন বিক্রি হয়েছে, যেখানে গত বছরের একই সময়ে বিক্রি হয়েছিল ৬৬৬ ইউনিট। বাণিজ্যিক যানবাহনের চাহিদা বাড়ার পাশাপাশি দামও বেড়েছে। এর ফলে গত বছরের তুলনায় এবার কোম্পানির আয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ইফাদ অটোসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৭ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ইফাদ অটোসের শেয়ার গত বৃহস্পতিবার সর্বশেষ ১৯ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৮ টাকা ৪০ থেকে ২৭ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ১ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৮ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৯ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫৮ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৫৬ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএনভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৯১ পয়সায়।

২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে ইফাদ অটোস। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ।

২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইফাদ অটোসের অনুমোদিত মূলধন ৩০০ কোটি ও পরিশোধিত মূলধন ২৬৮ কোটি ২৫ লাখ ৪০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৫৯৬ কোটি ৫৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার ২৬ কোটি ৮২ লাখ ৫৩ হাজার ৯১১টি। এর মধ্য ৫৪ দশমিক ৮৭ শতাংশ এর উদ্যোক্তা পরিচালক, ২৬ দশমিক শূন্য ৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ২ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ১৯ দশমিক শূন্য ৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: