ফরিদপুরে বামেলকো সম্মেলন করল রূপালী ব্যাংক
রূপালী ব্যাংক পিএলসির উদ্যোগে ‘বামেলকো সম্মেলন ২০২৫ ও প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ে সম্প্রতি দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডিএমডি পারসুমা আলম ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) যুগ্ম পরিচালক মো. মাহমুদুল হক ভূঁইয়া। সম্মেলনে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক ও ফরিদপুর বিভাগীয় প্রধান মো. আবুল হাসান, উপ-মহাব্যবস্থাপক ও ডেপুটি ক্যামেলকো মাছুদা আক্তার, ৩৫টি শাখার শাখা ব্যবস্থাপক ও বামেলকো এবং তিনটি উপশাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


