কক্সবাজারে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক আঞ্চলিক কর্মশালা করল ট্রাস্ট ব্যাংক
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও ট্রাস্ট ব্যাংক পিএলসির যৌথ উদ্যোগে সম্প্রতি কক্সবাজারে মানি লন্ডারিং প্রতিরোধবিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘প্রো-অ্যাকটিভ ট্রানজ্যাকশন মনিটরিং মানি লন্ডারিং শনাক্তে গুরুত্বপূর্ণ সূচক নির্ধারণ’ শীর্ষক এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএফআইইউর পরিচালক একেএম গোলাম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান এবিএম মঈনুল হাসীব। বিএফআইইউর অতিরিক্ত পরিচালক রুমান আহমেদের নেতৃত্বে দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


