মুরাদের বিরুদ্ধে এবার বরিশালে মামলা
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে বরিশালে মামলা করা হয়েছে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা করেন।
বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালতের বরাতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু জানান, বিএনপি চেয়ারপারসনের নাতনি ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিএনপির পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সম্পাদক মামলা করেছেন।
এর আগে সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে গতকাল রোববার ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন পাঁচ আইনজীবী। এসব মামলার এজাহারে একই অভিযোগ আনা হয়েছে।
সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের পর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার ফোনালাপ ফাঁস হয়। ফোনালাপে অশ্লীল শব্দপ্রয়োগ ও মাহিকে ধর্ষণের হুমকি দেন মুরাদ। এরপর তাকে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিলে তিনি পদত্যাগপত্র জমা দেন।