বাগেরহাটে মেয়েকে ধর্ষণের মামলায় বাবার যাবজ্জীবন
এস এম সামছুর রহমান, (বাগেরহাট) :
বাগেরহাটের কচুয়ায় মেয়েকে ধর্ষণের মামলায় বাবাকে যাবজ্জীবন কারা দন্ডাদেশ দিয়েছে আদালত। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের-১ বিচারক এস এম সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদ- দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। দন্ডাদেশ প্রাপ্ত ওই ব্যক্তির বাড়ি জেলার কচুয়া উপজেলায়।
মামলার সুত্রে জানা গেছে, ২০২০ সালের ১৫ মার্চ রাতে দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর ১৭ বছর বয়সী মেয়ের ঘরে গিয়ে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের পর রাতেই মেয়ে তার মাকে জানায়। পরে স্বজনদের সঙ্গে কথা বলে মেয়ের মা কচুয়া থানায় নারী ও শিশুনির্যাতন দমন আইনে মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কচুয়া থানার এসআই মো. মনিরুল ইসলাম আসামিকে গ্রেপ্তার করেন এবং ওই বছর ৩১ মে আদালতে অভিযোগপত্র দেন। বাদীপক্ষের সাতজন ও আসামিপক্ষের তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই সাজা দেয়।